সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী ওয়াসার নোংরা পানি সরবরাহ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসার নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ বন্ধ, নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উত্তরাঞ্চলের বৃহৎ সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১০ টা থেকে ঘন্টব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, পবার হরিপুর ইউপি চেয়ারম্যান ও জাময়াত নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, রাজশাহী সার্ভে ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাহমুদ হাসান, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক হারুনার রশিদ, প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক মামুন-অর-রশিদ, ছাত্রনেতা জাহিদ হাসান, রাজশাহী ওয়েব সভাপতি আনজুমা আরা পারভীন লিপি, ছাত্রনেতা খালিদ বিন ওয়ালিদ আবীর, নারী নেত্রী সেলিনা বেগম, ব্যবসায়ী নেতা গোলাম নবী রনি, আল আমিন বিন আরমান, সমাজকর্মী সোনিয়া বেগম, সমাজকর্মী জাহিদ হাসান বাবু, ফরহাদ হোসেন রিংকু প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি থেকে বলা হয়, রাজশাহী ওয়াসা যে পানি নগরবাসীকে সরবরাহ করছে তা অত্যান্ত ঝুকিপূর্ণ। সম্প্রতি ওয়াসার পানিতে কলিফর্ম নামক ব্যকটেরিয়া পাওয়া গেছে যা মানবদেহের জন্য চরম ঝুকিপূর্ণ ও ক্ষতিকর। অথচ পানির গুনগত মান বৃদ্ধি না করে অস্বাভাবিক দাম বৃদ্ধি করা হয়েছে। ওয়াসার পানির দাম বৃদ্ধি আত্মঘাতি সিদ্ধান্ত দাবি করে অবিলম্বে সুপেয় পানি সরবরাহ ও পানির দাম সহনীয় পর্যায়ের রাখতে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ সময় গণশুনানী করে আগামী জানুয়ারির মধ্যে পানির দাম নির্ধারণে ওয়াসাকে আল্টিমেটাম দেওয়া হয়।

একই কর্মসূচি থেকে নেসকোর প্রতি হুশিয়ারি দিয়ে বলা হয়, বিদ্যুতের সেবার নামে মানুষের পকেট কাটার ছক কষে নেসকো বিদ্যুৎ গ্রাহকের অজান্তেই টাকা লুট করছে। মানববন্ধন কর্মসূচি থেকে নেসকোর প্রিপেইড মিটার বাতিল, ভৌতিক বিল আদায় বন্ধ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ গ্রাহক হয়রানী বন্ধসহ নেসকোর অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানানো হয়। বক্তারা বলেন, গ্রাহকরা তাদের ইচ্ছেমত মিটার ব্যবহার করবে। এ ক্ষেত্রে নেসকোর অর্পিত কোনো মিটার গ্রাহকের ঘাড়ে চাপানো যাবে না।

বক্তারা বলেন, নেসকো মিটার রিডিং না করেই ইচ্ছেমত বিল তৈরি করছে। যা গ্রাহকের মারার ওপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। যা রাজশাহীর গ্রাহকরা কখনো মেনে নিবে না। তাই অবিলম্বে গণশুনানী করে বিদ্যুতের মিটার ও বিদ্যুতের বিল যৌক্তিক পর্যায়ে আনার জোর দাবি করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জনগনের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খাদ্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের জোর দাবি জানান। বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আসছে, তার আগেই ভোগ্যপন্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য ও খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কারার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষার জোর দাবি জানানো হয়। বক্তারা অবিলম্বে ওয়াসার পানির দাম, নেসকোর বিদ্যুতের দাম গণশুনানী করে রাজশাহীবাসীকে সম্পৃক্ত করে নির্ধারণের দাবি জানানো হয়। এছাড়া দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.