নিজস্ব প্রতিবেদক: নওহাটা পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় নওহাটা মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত।
এসময় জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌর বিএনপি’র প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মহসিন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম মার্শাল ও জেলা বিএনপি’র সদস্য সচিব বাবু বিশ্বনাথ সরকার।
সভাটি পরিচালনা করেন, নওহাটা পৌর বিএনপি’র নির্বাচন কমিশনের সদস্য মো. সাইদুর রহমান মন্টু ও নির্বাচন কমিশনের সদস্য মো. তোফায়েল হোসেন রাজু। কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও নওহাটা পৌরসভার (সাবেক) মেয়র শেখ মো. মকবুল হোসেন। উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালি, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন।
উল্লেখ্য, নওহাটা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মোট ৬৩১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। এই সম্মেলন উপলক্ষে সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
এবারে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে মো. রফিকুল ইসলাম (ছাতা), মামুনুর সরকার জেড (ঘোড়া), শফিকুর রহমান শরিফ (তালা), এমদাদুল হক(সিলিংফ্যান), ২নং ওয়ার্ড থেকে মো. মোর্তজা আলী (মটরসাইকেল), ৪নং ওয়ার্ড থেকে মো. নাজিম উদ্দিন (মাছ), ৮নং ওয়ার্ড থেকে শেখ বকুল হোসেন(চেয়ার) ও আব্দুল হামিদ (আনারস)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে মো. রাকিবুল ইসলাম (দোয়াত কলম) ও মাহবুব আলম সুমন (ফুটবল), ৩নং ওয়ার্ড থেকে মো. মনির হোসেন (আম) এবং ৪নং ওয়ার্ড থেকে মফিজ উদ্দিন (মোরগ)।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ১নং ওয়ার্ড থেকে মো. তৈয়বুর রহমান সুমন (কলম) ও মো. মানিক (টিউবওয়েল), ৩নং ওয়ার্ড থেকে মো. রায়হানুল আলম (কাপপিরিচ), ৭নং ওয়ার্ড থেকে মো. ফজলুল হক (ঘড়ি), ৮নং ওয়ার্ড থেকে মো. মিজানুর রহমান (আপেল) ও ৯নং ওয়ার্ড থেকে মো. সাইদুর রহমান (মই)।