নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বহুমুখী সমবায় সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় নগরীর শালবাগান পাওয়ারহাউজ মোড় এলাকায় অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় সকল সদস্যদের প্রস্তাবের আলোকে এ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভা থেকে সমিতির জসিম উদ্দিনকে সভাপতি ও ওয়াহেদ আলীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে সহ-সভাপতি পদে রজিবুল ইসলাম সবুজ, সহ-সাধারণ সম্পাদক পদে মুজাবার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মামুনের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও দপ্তর সম্পাদক পদে কাওসার মাহমুদ সুমন ও কোষাধ্যক্ষ পদে এনায়েত হোসেনকে নির্বাচিত করা হয়।
আলোচনাসভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দরা একসঙ্গে কাজ করে বহুমুখী সমবায় সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।