রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতকে খুশি করতে স্বাধীনতার পর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আ’লীগ রক্ষী বাহিনী গঠন করেছিলো’

নিজস্ব প্রতিবেদকঃ ভারতকে খুশি করতে স্বাধীনতার পর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিলো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে দুর্বল করতে বিডিআর বিদ্রোহের নাটক সংগঠিত করেছে।

রোববার দুপুর ২টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না। অন্তবর্তীকালীন সরকারের ভাষ্য বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। আসল সত্যি হলো বিএনপি ক্ষমতার জন্য পাগল না। বিএনপি চাইলে ৫ আগস্টের পর সকল আন্দোলনকারী দলকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে পারতো কিন্তু করেনি। আমাদের বিশ্বাস ৩ মাস, ৬ মাস, ১ বছর পর যখনই নির্বাচন দেন না কেন; বিএনপি ক্ষমতায় আসবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া সকল দলকে নিয়ে নির্বাচন হবে কারণ আওয়ামী লীগ ভারতের দল। গত ১৫ বছর ভারত ঠিক করে দিয়েছে এদেশে কিভাবে নির্বাচন হবে। এখনও তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র করছে।

আব্দুস সালাম আরো বলেন, আওয়ামী লীগকে ফেরত আনতে বিএনপির ঠেকা পড়েনি। বিচারের পরই আওয়ামী লীগ ফিরতে পারবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ভারত বিএনপিকে রাজনীতি থেকে সরানোর জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে ওয়ান ইলেভেন সংগঠিত করেছিল।

কাউন্সিলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ত্রাণ ও পূর্ণবাসন বিষক সহ-সম্পাদক শফিকুল হক মিলনসহ বিভিন্নস্তরের নেতারা।

মোহনপুর উপজেলা বিএনপির এই কাউন্সিলে ৬টি ইউনিয়নের ৪২৬ জন কাউন্সিলর ভোট দিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্ধারণ করেন। ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেন ১১জন বিএনপি নেতা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.