অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রান ক্লাবের সদস্য হলেন স্টিভেন স্মিথ। গতকাল থেকে লর্ডসে শুরু হওয়া অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৮৫ রানে অপরাজিত আছেন স্মিথ। ফলে ৯৯ টেস্টে ১৭৪ ইনিংসে এখন স্মিথের রান ৯ হাজার ৫৪।
দ্রুত ৯ হাজার রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্মিথ। এই তালিকায় সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১৭২ ইনিংসে ৯ হাজার টেস্ট রান পূর্ণ করেছিলেন সাঙ্গা। মাত্র ২ ইনিংস বেশি থাকার কারণে সাঙ্গাকে স্পর্শ করতে পারলেন না স্মিথ।