নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ২০০ অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর মাস্টারপাড়া আধুনিক পাঠাগার প্রাঙ্গণে এসব শীতবস্ত্র প্রদান করা হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে ও দৈনিক প্রথম আলোর সহযোগিতায় প্রতিবারের মতো এ বছরও অসহায়দের হাতে শীত উপহার তুলে দেওয়া হয়।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) রাজশাহী শাখার সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক শ.ম সাজু, রাজশাহী সার্ভে ইন্সটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মাহমুদ হাসান, নারীনেত্রী সেলিনা বেগম, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, ছাত্রনেতা খালিদ বিন ওয়ালিদ আবির, জাহিদ হাসান, সমাজসেবক গোলাম নবী রনি, জাহিদ হাসান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বহুল আলোচিত সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে ও মৌলিক সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখে।