নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর হাদিরমোড় এলাকায় পূর্বশত্রুতার জের ধরে পানি নিয়ে নেওয়ায় প্রতিবেশীর হামলায় দুই ভাই গুরুত্বর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এনিয়ে আরেক ভাই সুরাজ আলী সোমবার রাতে বাদি হয়ে বোয়ালিয়া থানায় অভিযোগ দিয়েছেন। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আহতরা হলেন, সুরাজ আলীর ছোটভাই সজল (৩০) ও আরেক ভাই রাহাত (২৮)।
অভিযোগে সুরাজ আলী উল্লেখ করেছেন, সজল বাড়ির পাশে নদীর ধারে ফাকা জায়গায় ওয়াসার কলে পানি আনতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে তারিক। আর এই হামলার হুকুম দেন আলমগীর হোসেন। তারিকের হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে সজলের কপালে কোপ দেয়। এছাড়া রাজন তার হাতে থাকা এন্টিকাটার দিয়ে নাকে আঘাত করে। রনক, মুন্না, বাবু, রকি সবার হাতে অস্ত্র ছিল। তারাও হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সজলকে রক্ষা করতে আমার আরেক ভাই রাহাত এগিয়ে গেলে সনেট চাপাতি দিয়ে তাকেও আঘাত করে। রাকিব তার হাতে থাকা হাসুয়া দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিতে গেলে বাম হাত দিয়ে বাধা দিলে হাতের তালু ও বৃদ্ধাঙ্গুলি কেটে যায়।
সুরাজ বলেন, তাদের সাথে দীর্ঘদিন থেকে আমাদের বিবাদ হয়ে আসছে। সম্প্রতি ছাগল বাধা নিয়ে কেন্দ্র করে তাদের সাথে কথাকাটাকাটিও হয়। এনিয়ে তারা সুযোগ বুঝে আমার ভাইদের ওপর হামলা করেছে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, দুইপক্ষও থানায় অভিযোগ দিয়েছে। তবে এপর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।