সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব

দেশের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসান। মাগুরায় বাবা-মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিজের অফিসিয়াল ফেসবুকে সাকিব লেখেন, ঈদের খুশি ছড়িয়ে যাক সবার মাঝে। সোনামণির সাথে হাসি আর আনন্দে কাটুক প্রত্যেকের ঈদ। সবাইকে ঈদ মোবারক।

বৃহস্পতিবার সকাল ৮টায় মাগুরায় স্থানীয় নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে অংশ নেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, জেলা প্রশাসক মোহম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান।

নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি সাইফুজ্জামান শিখর, সাকিব আল হাসান, জেলা প্রশাসক ও পৌর মেয়র।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.