নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শালবাগান বাজার উপদেষ্টা পরিষদ এই আয়োজন করে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে নগরীর শালবাগার বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় ৩১ দফা দাবি সম্বলিত ব্যানারও ঝোলানো হয় বাজারে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- শালবাগান বাজার উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ব্যবসায়ী ও সমাজসেবক শাহীন ইকবাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান উপদেষ্টা খুরশেদ আলী রুবেল, উপ-প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম মঞ্জু, মোস্তাফিজুর রহমান নোমান, আবদুল মতিন, মো. হালিম, ফরিদ শেখ, লিয়াকত আলী লিটন, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হক খোকন, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, আবদুল গফুর শেখ, আসিফ হোসেন আকুল ইসরাফিল হোসেন বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন, আবদুল মান্নান, আবু জাফর টুটু, জাহিদ হাসান, আতিকুর রহমান আতিক, ইশাহাক আলী টিপু, জাবেদ রেজা, সুমন , নাসির, সোহেল, উজ্জল, বিপ্লব, সাজ্জাদ হোসেন, মাসুদ পারভেজ, কুরবান, সেলিম, ইসতিয়াক আলী রাতুল, আবু তারেক বাঁধন, শায়েদ ফেরদৌস রাব্বী।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ছিল আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের ভিত্তি। এই ৩১ দফা হচ্ছে এ দেশের মানুষের মুক্তির সনদ। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে।
আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই ৩১ দফা বাস্তবায়িত হবে।
১৬ বছর ধরে অবহেলিত এই বাজারকে পূর্ণাঙ্গ বাজার রূপদানের দাবি জানিয়ে তারা বলেন, এই বাজার সাবেক এমপি ও মেয়র মিজানুর রহমান মিনুর হাতের তৈরি। মিজানুর রহমান মিনুর হাতে তৈরি বলে এই বাজারের কোন অবকাঠামো উন্নয়ন হয়নি। আমরা এখন নতুন করে বাজার উন্নয়নের দাবি জানাচ্ছি এবং ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি ।