সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। ঈদের আগে দেশকে দারুণ এক খুশির উপলক্ষ এনে দিয়ে জামাল ভূঁইয়ারা আছেন বেশ ফুরফুরে মেজাজে। গত রাতে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের মতো ভারতেও আজ পালিত হচ্ছে ঈদুল আজহা। সকালে ব্যাঙ্গালুরুর রিসালদার পার্ক মাঠে বাংলাদেশ দল ঈদের নামাজ আদায় করে।
নামাজ আদায় শেষে কোলাকুলি চলল বেশ খানিকটা সময় ধরে। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে বাংলাদেশ থেকে ব্যাঙ্গালুরুতে আসা গণমাধ্যমকর্মীদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন খেলোয়াড়, টিম অফিসিয়ালরা।
টানা দুই ম্যাচে গোল করে দলের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন শেখ মোরসালিন। দেশের ফুটবলপ্রেমীদেরকে ঈদ উপহার দিতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মধ্যে। তিনি বলেন, ‘ঈদ উপলক্ষে চেয়েছিলাম সবাইকে জয় উপহার দিতে। এটা দিতে পেরে নিজেদের ভেতরে সন্তুষ্টি কাজ করছে। এর আগে ভারতে অনূর্ধ্ব-১৪ খেলতে এসেছিলাম। সেবার ঈদের নামাজ পড়তে পারিনি। এবার ঈদের নামাজ পড়তে পারলাম।’
ভুটান ম্যাচ জয়ের নায়ক রাকিব হোসেন বললেন, ‘আমরা টানা দুটো ম্যাচ জয় করেছি। ঈদের আনন্দ অনেক বেড়ে গেছে।’
ফুটবলাররা আজ বিকেলে হোটেলে জিম সেশন এবং রিকভারি সেশনে অংশ নেবেন। তবে মাঠে ফুটবল দল আজ কোনো অনুশীলন করবে না বলে বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, দলের কোচ হাভিয়ের কাবরেরা আজ থেকেই ১ জুলাইয়ের সেমিফাইনাল নিয়ে ছক কষার কথা জানিয়েছেন। ভুটান ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেছেন, ‘অবশ্যই এই ফলে খুশি। আমাদের শুরুটা হয়েছিল কঠিনভাবে। ভুটানও ভালো খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি সামর্থ্য দেখিয়ে। কুয়েত ম্যাচ নিয়ে কাল (আজ) থেকে কাজ করবো।’