নিজস্ব প্রতিবেদক: কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করার ব্যাপারে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা।
‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর আহ্বানে সারাদেশে এ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কর্মরত ২৫ ক্যাডারের কর্মকর্তারা নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত বিশাল এই মানববন্ধনের আয়োজন করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশ করে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা সচিবালযের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান। বিগত সময়ের দুর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের প্রধান সমন্বয়ক আব্দুল গোফফার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন- সমন্বয়ক মোখলেসুর রহমান, মনিরুল ইসলাম, অধ্যাপক মো. তানভীর হক, আব্দুল ওয়াহিদুল মন্ডল, ড. জামিলা খাতুন, ডা. আখতারুল ইসলাম প্রমুখ।