নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের মহানগর শাখার ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করা হয়েছে।
চলতি বছরের ১৭ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আনোয়ার হোসেন মন্ডল ও দপ্তরে সংযুক্ত যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন ও শরিফুল হকের স্বাক্ষরিত প্যাডে ৯০ দিনের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহবায়ক হিসেবে আব্দুস সাত্তার ও সদস্য সচিব হিসেবে রফিকুল ইসলাম মৃদুলের নাম ঘোষণা করা হয়।
এছাড়াও আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব ছাড়াও সাতজনকে যুগ্ম আহবায়ক ও বত্রিশ জনকে সদস্যসহ দায়িত্ব দেওয়া হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শরিফুল হক জানান, আগামী ৯০ দিনের জন্য রাজশাহী মহানগরের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে রাজশাহী মহানগর শাখা বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাব্যক্ত করেন শরিফুল হক।