নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরী বৃহত্তর লক্ষ্মীপুর বাজার দোকান মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহবায়ক করা হয়েছে আব্দুর রহিম বেনুুকে ও সদস্য সচিব করা হয়েছে মীর ‘মোশারফ হোসেন পিন্টু।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নগরীর লক্ষীপুর কাঁচাবাজারে এই কমিটি ঘোষণা করা। কমিটি গঠনে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন নাজির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির যুগ্ম আহবায়ক রকিব হাসান পিন্টু।
সমিতির প্রধান উপদেষ্টা করা হয়েছে বদিউজ্জামান বদি ও উপদেষ্টা করা হয়েছে মাহাতব উদ্দিন জীবনকে। এই কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয়েছে আখলাকুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক রূবেল, জাহিদুর রহিম (জনি) আবু আহম্মদ মোস্তফা বাপ্পী, জামাল উদ্দিন, আল মোস্তাক সরকার শাহীন, শরিক শেখ, মতিউর রহমান মতিন, মোবারক ইসলাম রনি, মামুন হোসেন, একরামুল হোসেন একরাম, হাবিবুর রহমান হাবিব।