রবিবার | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্তদের মাঝে রাজশাহী চেম্বারের কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) চেম্বারের পরিচালনা পর্ষদের সহযোগিতায় এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশু, দুঃস্থ ছাত্র/ছাত্রী, অসহায় ও ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করা ৫ (পাঁচ) টি প্রতিষ্ঠানের (বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, প্রতিবন্ধী স্ব-নির্ভর সংস্থা (পিএসএস), প্রতিবন্ধী নারী সংস্থা , অপরাজিতা প্রতিবন্ধী নারী সংস্থা, প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থা) আওতায় দুঃস্থ ছাত্র, প্রতিবন্ধী শিশু, অসহায় ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

এসময় ৬০০ টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন ১২(বার) টি থানার (বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, চন্দ্রিমা, কাসিয়াডাঙ্গা, কাটাখালী, বেলপুকুর, রাজশাহী বিমানবন্দর, কর্ণহার, দামকুঁড়া ও পবা) হাজতিদের জন্য প্রতিটি থানায় ১০টি করে সর্বমোট ১২০টি কম্বল থানা ইনচার্জদের নিকট হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন বাবু, পরিচালক রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মো. আব্দুল গাফফার, মো. কবির হোসেন, মো. খায়রুল বাশার, মো. সাইফুল ইসলাম (হীরক), সচিবালয়ের সচিব মো. মুয়াক্ষেরুল হুদা, সহকারী সচিব মো. আব্দুল্লাহ আল ইয়াসিন।

 

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.