বুধবার | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখার অপেক্ষায় আকবর

প্রিয় রাজশাহী ডেস্ক: বিপিএল বরাবরের মতোই ক্রিকেট উৎসব। আর দুদিন পরই শুরু হচ্ছে মাঠের লড়াই, তার আগে অনুশীলনে নেমেছে দলগুলো। দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচরা যোগ দিচ্ছেন দলের সঙ্গে। ক্রিকেট উৎসবের সঙ্গে দেশের ক্রিকেটাররা তালিম নিতে পারেন দেশি-বিদেশি তারকা ক্রিকেটার এবং কোচদের কাছ থেকে। বিপিএলের আরেকটি আসর কড়া নাড়ছে দরজায়। আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে একাদশতম আসর।
তরুণ ক্রিকেটাররা মুখিয়ে আছেন তারকা কোচ-ক্রিকেটারদের থেকে শেখার অপেক্ষায়। যেমনটা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তার দল দুর্বার রাজশাহীর হেডকোচ হয়ে আসছেন পাকিস্তানের সাবেক ব্যাটার ইজাজ আহমেদ।
পাকিস্তানের হয়ে ৬০ টেস্ট ও ২৫০ ওয়ানডে মিলিয়ে মোট ৯ হাজার ৮৭৯ রানের মালিক ইজাজ কোচিংয়েও বেশ নাম কামিয়েছেন। তিনি ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ও পিএসএলের দল লাহোর কালান্দার্সে প্রধান কোচ। সহকারী কোচ ছিলেন পাকিস্তান জাতীয় দলেরও। সেই ইজাজ এবার কাজ করবেন আকবরদের সঙ্গে।
স্বাভাবিকভাবেই ইজাজ আহমেদের মতো একজন কোচকে পেয়ে দেশের ক্রিকেটারদের রোমাঞ্চিত হয়ে ওঠার কথা। শেখার জন্য এটি নিঃসন্দেহে দারুণ সুযোগ। আকবরও জানালেন সেই কথাই।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার প্রথমবারের মতো অনুশীলনে নামে রাজশাহী। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান কোচ ইজাজের সান্নিধ্য পাওয়া প্রসঙ্গে আকবর আলী বলেন, ‘বিপিএল ব্যস্ত একটা টুর্নামেন্ট। এখানে অনুশীলন করার খুব কম সময় পাওয়া যায়। যে সময়টাই পাব, ওটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব।’
ইজাজ জিতেছিলেন ১৯৯২ বিশ্বকাপ, আকবরের হাত ধরে এসেছে যুব বিশ্বকাপ। ২০২০ সালে তার নেতৃত্বে বিশ্বকাপ এলেও এখনও জাতীয় দলে সুযোগ আসেনি খেলার। আকবর মনে করেন ইজাজের পরামর্শ কাজে দেবে তার, ‘তার যে অভিজ্ঞতা, টেকনিক ছিল…চমৎকার একজন ক্রিকেটার ছিলেন। এগুলো নেওয়ার চেষ্টা করব। তিনি যে পরামর্শগুলো দেবেন, নিজের মধ্যে আনার চেষ্টা করব।’
আকবর আলী বিদেশি কোচের তালিম নেওয়ার অপেক্ষায় থাকলেও ফরচুন বরিশালের স্পিনার নাঈম হাসান অপেক্ষায় আছেন তামিম ইকবালের নেতৃত্বে খেলার। দুজনই চট্টগ্রামের ছেলে হলেও খেলছেন বরিশালের হয়ে।
বিপিএল শুরুর আগে শুক্রবার অনুশীলনের ফাঁকে তামিমের অধীনে খেলার সুবিধা জানিয়ে নাঈম বললেন, ‘তামিম ভাই তো-ওনার সঙ্গে আগেও খেলেছি, ওনার আন্ডারে খেলে অনেক মজা। উনি টিমে থাকলে সবসময় আলাদা সাপোর্ট পাওয়া যায়।’
জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেন না তামিম। প্রায় সাত মাস পর এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে চার ম্যাচ খেলে দুটি ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর ফেরা অধিনায়কের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী নাঈমও, ‘তামিম ভাই তো ভালো ব্যাটিং করছে। এনসিএলেও দেখেন তামিম ভাই চারটা ম্যাচ খেলল, দুটা বড় স্কোর করল। একটা নটআউট ছিল। উনি আল্লাহ রহমতে ভালো শেপে আছে।’
সবমিলিয়ে দলের পরিবেশে দারুণ খুশি এই স্পিনার, ‘আলহামদুলিল্লাহ আমাদের দলের পরিবেশ খুবই ভালো। আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি, এখন সবাই ওই চিন্তা-ভাবনাতেই আছে। দলটাকে যত তাড়াতাড়ি গোছানো যায়। আমরা তো সবাই একসঙ্গে খেলি। আলহামদুলিল্লাহ পরিবেশ খুবই ভালো।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.