বুধবার | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাশরাফিহীন বিপিএল

প্রিয় রাজশাহী ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরে মাশরাফি বিন মোর্ত্তজার খেলা হচ্ছে না। এই খবরটি নিঃসন্দেহে নাড়া দেবে বাংলাদেশের ক্রিকেটের পাড় ভক্তদের। তিনি শুধু দেশের ক্রিকেটের সফলতম অধিনায়কই ছিলেন না, বিপিএলেরও সবচেয়ে সফল অধিনায়ক।
একটা সময় তো মাশরাফির দলের চ্যাম্পিয়ন হওয়াটা একরকম নিয়মে পরিণত হয়ে গিয়েছিল। প্রথম পাঁচটি বিপিএলের চারটি ট্রফি উঠে অধিনায়ক মাশরাফির হাতে। তবে বিপিএলে মাশরাফির শুরুটা সুখকর ছিল না। ইনজুরি থেকে ফেরার পর দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এই লিগের প্রথম আসরে মাশরাফিকে নিতে খুব একটা আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিক ওদিক হয়ে দাম উঠেছিল মাত্র ৪৫ হাজার ডলার। সেই মাশরাফির নেতৃত্বেই তখনকার দল ‘ঢাকা গ্ল্যাডিয়েটর্স’ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আর ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফিকে ফিরে তাকাতে হয়নি পেছনে। সময়ের পরিক্রমায় মাশরাফির দাম হয় আকাশচুম্বী। ক্যারিয়ারের শেষ বেলায়ও ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন, ৪০ লাখ টাকায় তাকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। গত দুটি আসরে সিলেটের হয়েই খেলেছেন তিনি। ২০২২ বিপিএলে সিলেটকে তুলেছিলেন ফাইনালে।
বিপিএলের শুরু থেকে অনেক বড় বড় ক্রিকেটার খেলে গেছেন বিভিন্ন দলের হয়ে। তবে দেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান আর মাশরাফিই বড় তারকা। তাদের ফ্যানবেজ এতটা সমৃদ্ধ, সাকিব-মাশরাফির খেলা মানেই টিকেট সোনার হরিণ হয়ে ওঠা। গ্যালারি হয়ে যেত কানায় কানায় পরিপূর্ণ। এই দুজনের ম্যাচ হয়ে উঠেছিল ‘বিপিএল ডার্বি’ নামে।
তবে ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে সিলেট স্ট্রাইকার্স নামতে যাচ্ছে মাশরাফিকে ছাড়া। একই পরিস্থিতি সাকিবের বেলায়ও। গত ৫ আগস্ট দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুজনের কেউই খেলতে পারছেন না আসন্ন বিপিএলে।
ক্রিকেটার পরিচয় ছাপিয়ে বড় হয়ে উঠেছে মাশরাফির রাজনৈতিক পরিচয়। ছিলেন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য। জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই নীরব তিনি। নামের পাশে যুক্ত হয়েছে হত্যা ও নাশকতার মামলা।
মাশরাফির না খেলা নিয়ে তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ‘সিলেট স্ট্রাইকার্সের হয়ে এবারের বিপিএলে খেলার কথা থাকলেও সংগত কারণে খেলা হচ্ছে না মাশরাফির। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও খেলার ব্যাপারে কিছু জানানো হয়নি।’
যদিও বিসিবি থেকে মাশরাফির খেলার ব্যাপারে কোনো বাধা নেই বলেই জানা গেছে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার বলেও জানা গেছে। তবে বর্তমান পরিস্থিতি মাশরাফির অনুকূলে নেই।
এমনকি বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে সিলেটে মানববন্ধন হয়। যদিও দলের পক্ষ থেকে মাশরাফির খেলা, না খেলার ব্যাপারে কিছুই জানানো হয়নি।
এদিকে আজ থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের। টিম হোটেলে বাকি ক্রিকেটাররা উঠলেও মাশরাফি উঠেননি। এমনকি দলটির নেতৃত্ব কে দেবেন সেটিও জানানো হয়নি এখন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.