বুধবার | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদপন্থীদের মসজিদে নিষিদ্ধের দাবি জুবায়েরপন্থীদের

 

নিজস্ব প্রতিবেদক: সাদপন্থীদের নিষিদ্ধ করাসহ পাঁচদফা দাবি তুলে ধরেছেন তাবলীগ জামাতের রাজশাহীর জুবায়েরপন্থীরা। সারাদেশের সব মসজিদে সাদপন্থীদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করারও দাবি তাদের। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর উপশহর মারকাজ মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে তারা এসব দাবি তুলে ধরেন।

তাদের দাবিগুলো হলো- টঙ্গীর ইজতেমা ময়দানে জুবায়েরপন্থীদের ওপর হামলাকারী সাদপন্থীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজশাহী মহানগর ও জেলার সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা; রাজশাহীর সাদপন্থীদের গ্রেফতার, গত ১৮ ডিসেম্বরের ওই ঘটনার সময় রাজশাহীর যেসব সাদপন্থী ইজতেমা ময়দানে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের দ্রুত গ্রেফতার এবং সারাদেশের মসজিদে সাদপন্থীদের প্রবেশ ও আমল নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল্লাহ তালহা। তিনি বলেন, সাদপন্থীদের বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের ব্যাপারে ভুল মেসেজ পৌঁছে দিচ্ছে। তাই তাবলিগের নামে এ জাতীয় কার্যকলাপ বাংলাদেশের মতো একটি শান্তিপ্রিয় মুসলিম দেশে কিছুতেই চলতে দেওয়া যায় না। তাই তারা সাদপন্থীদের সবখানে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন।

এ দিন উপশহর মারকাজ মসজিদে জুবায়েরপন্থীদের যাওয়া নিয়ে আগে থেকেই উত্তেজনা ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল। তাই কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.