শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে সবুজ মাঠ ছেঁয়ে গেছে হলুদ সরিষা ফুলে

 

নিজস্ব প্রতিবেদক: শিবগঞ্জে সবুজ মাঠ সরিষা ফুলের হলুদ রঙে ভরছে মাঠ। চারিদিকে শুধু হলুদের সমাহার। স্বল্প মেয়াদে কম খরছে দাম ও ফলন বেশী হওয়ায় শিবগঞ্জে সরিষা চাষে ঝুঁকেছে কৃষকরা।

শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মাঠে ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এ বছরে কয়েকবার আকস্মিক বন্যা ও অতি বৃষ্টিতে মাসকলাই ক্ষতিগ্রস্থ হওয়ায় সরিয়ার আবাদ বেশী হয়েছে।

তারা জানান, সরিষা চাষে কৃষকদের ঝুঁকে পড়ার কারণ হলো খরচ কম ও স্বল্প মেয়াদী এবং সরিয়া তুলে একই জমিতে বোরো ধানের আবাদ করা যায়। তাছাড়া সরিষা চাষের জন্য জমি চাষ করলে বোরো ধানের জন্য ডাঙ্গায় আর চাষ করতে হয় না। শুধু পানিতে চাষ দিয়ে বোরো ধানের চারা রোপন করা যায়।

মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের কৃষক সুমন আলি জানান, এক বিঘা জমিতে বারি সরিষা ১৪ চাষ করেছি। জমি চাষ, সেচ , রাসায়নিক সার প্রয়োগ সহ মোট খরচ হয়েছে প্র্রায় ৬ হাজার টাকা। আশা করি ফলন বিঘা প্রতি ৬/৭ মণ হবে। দাম পাবো প্রায় ১৮হাজার টাকা।

শিবগঞ্জ পৌরসভাধীন পিঠালীতোলা মিঠুপুর গ্রামের ধুলু জানান, কৃষি অফিসারের সাথে পরামর্শ করে মিুঠুপুর মাঠে ৬বিঘা জমিতে রারি সরিয়া ১৪ চাষ করেছি। খরচ হয়েছে প্রায় ৩৫/৪০ হাজার টাকা। আশা করি ফলন ভাল হবে।

নয়া লাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি গ্রামের আনোয়ার হোসেন শুভ বলেন, আমি সরাসরি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে তাদের সাথে পরামর্শ করে ৯বিঘা জমিতে বারি সরিষা ১৪ চাষ করেছি। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুল হওয়ায় ফলন ভাল হবে বলে আশা করছি। একই কথা বললেন কৃষক আলিম হোসেন, মিলন হোসেন, হারুন অর রশিদ, কাকমরুজ্জামানাসহ প্রায় ২৫-৩০ জন কৃষক।

মনাকষা ও শিবগঞ্জ পৌরসভার উপসহকারী কৃষি অফিসার এনায়েত করিম ও গোলাম আজম কনক জানান, অধিক ফলন ও দামের আশায় আধুনিক পদ্ধতিতে কৃষকরা বিভিন্ন জাতের সরিষা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন মিঞা জানান, এ বছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫,০৬০ হেক্টর জমিতে। কিন্তু সরিষা চাষ হয়েছে ৫২৫০ হেক্টর জমিতে। গত বছর সরিষা চাষ হয়েছিল ৫১০০ হেক্টর জমিতে। চলতি বছরে সরিষা চাষ বৃদ্ধির কারণ হলো আকস্মিক বন্যা ও অতিবৃষ্টিতে মাস কলাই ফসল নষ্ট হয়ে যাওয়ায় ওই সমস্ত জমিতে কৃষকরা সরিষার চাষ করেছে।

তিনি আরো জানান, এ বছর ৫২৫০জন কৃষককে বিভিন্ন জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা দেয়া হয়েছে। এ বছর শিবগঞ্জে ৫২৫০ হেক্টর জমির মধ্যে টরি -৭ সরিষা ৫৫০ হেক্টর, বারি সরিষা -৯ , ১৪৫ হেক্টর,বারি সরিষা -১৪, ২২০০ হেক্টর, বারি সরিষা -১৫, ৫২০ হেক্টর, বারি সরিষা ১৭, ১৬০০ হেক্টর , বারি সরিষা -১৮, ৩৫ হেক্টর, বিনা সরিষা – ৪, ২০ হেক্টর, বিনা সরিষা-৯, ১৫০ হেক্টর ও বিনা সরিষা-১১,৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষকরা সরিষার দাম বরাবরই ভাল পেয়ে থাকে। তাছাড়া সরিষার জমিতে সঠিক সময়ে রোরো ধানের চাষ করতে পারে। তাই সরিষা চাষে কৃষকরা দিন দিন ঝুঁকে পড়ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.