শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্ধার অপহৃত নারী চিকিৎসক, চার আসামি কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের অভিযানে রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডা. শাকিরা তাসনিমকে পাবনা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ অপহরণকারীকে গ্রেফতার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর ভোর আনুমানিক ৫ টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ভিকটিম ডা. শাকিরা তাসনিম (২৬) এবং তার পিতা আবু তাহের মো. খুরশীদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর অপহৃত ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।

র‌্যাব-৫ এবং র‌্যাব-১২ একটি যৌথ আভিযানিক দল গত ৩১ ডিসেম্বর রাত ৮ টায় পাবনা জেলার সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম ডা. শাকিরা তাসনিমকে উদ্ধার করে।

এ সময় মামলার আসামি তানজিম খান তাজ ওরফে নিরব (৩০), তার সহযোগী মো. সেলিম মল্লিক (৩৫), মো. সজিব হোসেন (২৩) এবং অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক মো. আশরাফুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজ ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.