শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি বাবু, সম্পাদক আজিজুল

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় মোমিনুল ইসলাম বাবু (সোনালী সংবাদ) সভাপতি ও আজিজুল ইসলাম (বিটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকালে নগরীর একটি রেস্টুরেন্টে প্রেসক্লাবের রজতজয়ন্তী উপলক্ষে কেক কাটা শেষে সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আসাদুজ্জামান আসাদ (আমার দেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর (জনকণ্ঠ), সদস্য মামুন-অর-রশিদ (জনকণ্ঠ) ও তানজিমুল হক (যুগান্তর)।

প্রেসক্লাবের প্রয়াত সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ও বুলবুল চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে সাধারণ সভার আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মোমিনুল ইসলাম বাবু। আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহেদের সঞ্চলনায় সদস্যরা প্রেসক্লাবকে গতিশীল করতে তাদের মতামত তুলে ধরেন। আলোচনা শেষে সর্বসম্মতভাবে সাত সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়।

এর আগে মেট্রোপলিটন প্রেসক্লাবের রজতজয়ন্তীতে কেক কাটা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য হাসান মিল্লাত, কাজী গিয়াস, জাবীদ অপু, কাজী শাহেদ, রাশেদ রিপন, আনোয়ার আলী হিমু, কাজী নাজমুল ইসলাম, আবুল কালাম আজাদ, আলমগীর কবীর তোতা, মামুন রেজা, সৈয়দ মাসুদ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.