নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ অপারেটর নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও বাণিজ্যের অভিযোগে অফিস ঘেরাও, বিক্ষোভ ও সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীসহ কৃষকরা।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরেন্দ্র অফিস ঘেরাও করে অফিসের সামনের রাস্তা অবরোধ করে রাস্তার উপর কাঠের খড়ি ও খড়ে আগুন ধরিয়ে দেয়ার পাশাপাশি অফিসের বাউন্ডারীর মেইন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়।
পরে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখন, তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক চান্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বিএনপি নেতা ফিরোজ কবির, অধ্যাপক নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মিসহ শতশত কৃষক উপস্থিত ছিলেন। পরে বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে তালা খুলে দেয়া হয়।
বক্তারা বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিলুর রহমানের নিজ বাড়ি তানোরে হওয়ায় আত্নীয়দের মাধ্যমে আর্থিক সুবিধার বিনিময়ে নীতিমালা লঙ্ঘন করে বিতর্কিত ও অগ্রহণ যোগ্যদের পাশাপাশি আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ দিয়ে কোটি টাকা বাণিজ্যে করেছেন। বক্তারা আরো বলেন, সারাদেশে যখন আওয়ামী ফ্যাসিবাদী মতাদর্শী দোসরদের প্রতিরোধ করা হচ্ছে, তখন তানোরে আওয়ামী মতাদর্শীদের পুর্নবাসন করতেই তাদের অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। আ’ লীগের খোলসে যারা দীর্ঘ প্রায় ১৭ বছর গভীর নলকূপ নিয়ন্ত্রণে রেখে সাধারণ কৃষকদের শোষণ করে মোটাতাজা হয়েছে, তারাই আবার অপারেটর নিয়োগ পেয়েছেন।
বক্তারা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিলুর রহমানের অপসারণসহ শাস্তির দাবি জানানোর পাশাপাশি আ’ লীগের আমলে যারা গভীর নলকূপের অপারেটর নিয়োগ নিয়ে কৃষকদের শোষণ করেও আবারো নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিল না করা পর্যন্ত আনন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষনা দেন। আগামী রোববার আবারো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন বক্তারা।