নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নাটোর কারাগারের এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
মারা যাওয়া এই কয়েদির নাম কলিমউদ্দিন। তিনি নাটোর জেলার লালপুর থানার ধোপাইল গ্রামের ইব্রাহিমের ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, কলিমুদ্দিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে কারা কর্তৃপক্ষ গত ৩০ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার আমানুল্লাহ জানান, কয়েক দিন আগে নাটোর কারাগার থেকে ওই বন্দিকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল। জানতে পারলাম শুক্রবার সন্ধ্যায় তিনি মারা গেছেন।