নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মোহনপুরে শতাধিক পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সইপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের ছেলে রুবেল রানা (২৮) ও ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে তমিজ উদ্দিন (৩৫)।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।