মঙ্গলবার | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রুয়েটে ভর্তির আবেদন শুরু, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত

 

রাবি প্রতিনিধি: প্রকৌশল গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর চলতি শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে একক ভর্তি ভর্তি পরীক্ষা আয়োজন করছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে স্নাতকে ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী আবেদন শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বি. এস. সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। প্রাক-নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়টিতে এবছর ১৪ টি বিভাগে (৫ টি সংরক্ষিত আসনসহ) ১২৩৫ টি আসন রয়েছে।

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) মিলে গুচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নিলেও চলতি শিক্ষাবর্ষে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার আয়োজন করবে বিশ্ববিদ্যালয়গুলো।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.