সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী টেলিভিশন অ্যাসোসিয়েশন (আরটিজেএ)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টেএ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আরটিজেএ’র সভাপতি মেহেদী হাসান শ্যামল। এসময় সভায় বক্তারা বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে রাজশাহীতে আরটিজেএ সাহসী সাংবাদিকতা অবস্থান করে নিয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সব সময় সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে সংগঠনটি। নানা সংকটেও সাংবাদিকদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে।
পেশাগত দক্ষতা ও সাংবাদিকতার মান উন্নয়নে আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে আরটিজেএ। সভায় গ্লোবাল টিভির আহসান হাবীব অপুকে আহ্বায়ক করে গঠনতন্ত্র সংশোধন, সংযোজন ও বিয়োজন সংক্রান্ত তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। এর আগে সভার শুরুতেই জুলাই বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সভায় বক্তব্য রাখেন, আরটিজেএ’র সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ মাহফুজুর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান সোহান। এছাড়া আরো বক্তব্য রাখেন, আরটিজেএ’র সদস্য ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট শ.ম সাজু, গ্লোবাল টিভির আহসান হাবীব অপু, দেশ টিভির কাজী শাহেদ, চ্যানেল আইয়ের আবু সালে মো. ফাত্তাহ, জিটিভির রাশেদ রিপন, বিটিভির আজিজুল ইসলাম, যমুনা টিভির জাবীদ অপু, এসএটিভির জিয়াউল গনি সেলিম, চ্যানেল ২৪ এর আবরার শাঈদ, একাত্তর টিভির রাশিদুল হক রুশো, সময় টিভির সাইফুর রহমান রকি, বৈশাখী টিভির আব্দুস সাত্তার ডলার, ইনডিপেনডেন্ট টিভির মোস্তাঝিুর রহমান রাসেল, দীপ্ত টিভির ইউসুফ আদনান ও এখন টিভির রাকিবুল হাসান রাজীব। সভায় সাংগঠনিক বিষয়ে এজেন্ডাভিত্তিক আলোচনার নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।