বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষা শেষ হওয়ার ৭ দিন পর সাময়িক সনদ পাবে শিক্ষার্থীরা

 

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান সহজতর করা হয়েছে। ফলে এখন থেকে স্নাতক বা, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ পাবে। সোমবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িক সনদ পেতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে। ২০২৩ সালের স্নাতক বা, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট অন্যান্য সেবা প্রদান সহজতর করার আরো কিছু উদ্যোগ শীঘ্রই বাস্তবায়িত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.