নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা বিরাট গ্রামের আদিবাসী পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে রাজা বিরাট আদিবাসী পল্লীতে হামলা হয়। এ সময় অনেকেই নির্যাতনের শিকার হন। এরমধ্যে ফিলোমিনা হাঁসদা নামের এক আদিবাসী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বক্তারা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। আদিবাসীদের নিরাপত্তা ও ভূমি রক্ষার জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিও জানান।
ছোটন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডী। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, আইইডির রাজশাহী ফেলো আন্দ্রিয়াস বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান প্রমুখ।