বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে সিএনজি-ভ্যানের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ নাটোরে সিএনজি চালিত থ্রি হুইলার ও অটো চার্জার রিক্সা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬ যাত্রী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিন জনের নাম পরিচয় জানা গেছে।

তারা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের  বাসিন্দা মোঃ আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মোঃ মুন্না (২২)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে  জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটো চার্জার রিক্সা ভ্যানে করে নাটোরের উদ্দেশ্যে আসছিলেন। তার পেছনে দুইজন যাত্রীসহ একটি বউ রিক্সাও ছিল। তারা সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালিত থ্রি হুইলার-অটো চার্জার রিক্সা ভ্যান ও বউ রিক্সা একসঙ্গে দুর্ঘটনা কবলে পড়ে। এতে ওই তিন যানবাহনের অন্তত ৭ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অজ্ঞাত পরিচয় একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত  ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি মাহাবুর রহমান।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.