মঙ্গলবার | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্টে আইসিসির ‘তিন মোড়ল’ ফর্মুলা, ক্ষতি বাংলাদেশের

প্রিয় রাজশাহী ডেস্কঃ টেস্টে ক্রিকেটকে আকর্ষণীয় করতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে ২০১৬ সালে নতুন এক ফর্মুলার প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ক্রিকেটের এই ‘বিগ থ্রি’কে নিয়ে টু টায়ার বা হোম অ্যাওয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনার কথা বলা হয়েছিল।

ওই সময় বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছিল খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু এখন আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ নতুন করে পুরনো ওই ফুর্মলা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে দেখছেন। জয় শাহ আগে বিসিসিআই-এর সেক্রেটারি ছিলেন।

তিন মোড়ল ফর্মুলা বাস্তবায়ন হলে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো বোর্ডের অসুবিধা হচ্ছে- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ পাবে না। এমনিতেও বাংলাদেশ গত প্রায় ১৫ বছরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার সুযোগ পায়নি। ওই সুযোগ যদি চিরস্থায়ীভাবে হাতছাড়া হয় তাহলে আইসিসির থেকে রেভিনিউ অর্থাৎ আয় হারাবে এই বোর্ডগুলো।

ছোট বোর্ডগুলোর এই আয় হারানো নিয়ে আইসিসি বা জয় শাহ এখন উদ্বিগ্ন নন বলেই মনে হচ্ছে। তিন মোড়ল ফর্মুলা বাস্তবায়ন করতে দ্রুতই জয় শাহ ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মিকি বার্ড ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থমসনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এছাড়া বিসিসিআই এই ফর্মুলা বাস্তবায়নে আগামী ১২ জানুয়ারি একটি বিশেষ সাধারণ সভা ডেকেছে।

তবে ২০২৭ সালের আগে এই বিগ থ্রি বা তিন মোড়ল ফর্মুলা চালু করা সম্ভব হবে না বলেও দাবি করেছে সংবাদ মাধ্যম। কারণ ২০২৭ সাল পর্যন্ত আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) এবং আইসিসি টুর্নামেন্টের সূচি দিয়ে দেওয়া হয়েছে। তবে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে বিসিসিআই, সিএ এবং ইসিবির আলোচনা ফলপ্রসু হলে দুই-তিন বছর পর এই টু টায়ার টেস্ট ফর্মুলা দেখা যেতে পারে।

দাবি করা হচ্ছে, আইসিসি টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করতে তিন বড় ক্রিকেট বোর্ড নিয়ে এই নতুন টেস্ট ফর্মুলা চালু করতে চাচ্ছে। এই তিন দেশ একে অপরের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে টেস্ট সিরিজ খেললে দর্শক প্রিয়তা বাড়বে এবং টেস্ট ক্রিকেট চাঙ্গা হবে। এতে করে রেভিনিউ বাড়বে বলেও মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অন্য টেস্ট খেলুড়ে দেশগুলো কীভাবে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলবে তা অবশ্য পরিষ্কার করা হয়নি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.