বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদ গঠিত; সভাপতি সেলিম, সম্পাদক কলিম

নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যহীন রাজশাহী সংস্কৃতি পরিষদের কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী, প্রযোজক ও ওস্তাদ এস এম সেলিম আক্তার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার, গীতিকার, উপস্থাপক কলিম উদ্দিন।

আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে কাজী হাটা বেতার ভবনের সামনে মিশন চত্বরে অনুষ্ঠিত এক সভায় ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটির সভ্যদের নাম ঘোষণা করা হয়।

এ কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন নাট্যকার প্রযোজক ও রাজশাহী শিল্পকলা একাডেমীর সাবেক সংস্কৃতি কর্মকর্তা আব্দুর রশিদ, নাট্যকার প্রযোজক নাট্য শিল্পী ডাক্তার আফজালুর রহমান মুকুল, বাউটের পরিচালক ও কবি অধ্যাপক প্রত্যয় হামিদ ও কবি লেখক আবৃত্তিকার আমিনা আনসারী।

১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সভাপতি এসএম সেলিম আক্তার, সিনিয়র সহ-সভাপতি সেলিম রেজা, সহ-সভাপতি শাহেদুজ্জামান খান চপল, মিজানুর রহমান মিন্টু, মোহাম্মদ ইবনে আজাদ সুমন ও জাকিয়া সুলতানা সুমি।

এছাড়াও সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ফেরদৌস, আব্দুস শাকুর তুহিন ও ডাক্তার সাইফুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ মামুন হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন আরাফাত নান্নু, দপ্তর সম্পাদক রান্টু আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এএইচ রাজিব, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীনুল হক মুন, মহিলা বিষয়ক সম্পাদক শিফা আনজুম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বুলবুল আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মহাসিনা পারভীন মনিকা, প্রচার সম্পাদক আবু সালেহ মোঃ ফাত্তাহ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.