নিজস্ব প্রতিবেদক: কয়েকদিনের বিরতি দিয়ে বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে আবারও বইতে শুরু করেছে হিমেল হাওয়া। হাওয়ার সঙ্গেই নামছে কনকনে শীত। যদিও তাপমাত্রা খুব বেশি নিচে নামে নি। কিন্তু বাতাসের তীব্রতায় শীতের অনুভূতি বেড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৬ টায় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।
এদিন সন্ধ্যার পর হিমেল হাওয়ার তীব্রতা আরও বৃদ্ধি পায়। দুপুরে সূর্যের উত্তাপকেও ম্লান করে দিয়েছে হিমেল হাওয়া। এতে জনজীবনে বেড়েছে দুর্ভোগ।