নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির জন্য নিজেদের ‘ঘোষণাপত্র সপ্তাহের’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর সাহেববাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, রাজশাহীর উদ্যোগে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সহ-মুখপাত্র তাহাসিন রিয়াজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, মো. মোবাশ্বের, মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।
সরকার যে ঘোষণাপত্র দিতে চেয়েছে তাতে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়েছে এই লিফলেটে।
এগুলো হলো- জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা; ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ করা, আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার; ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা; সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা; সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।