নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৮ জানুয়ারী) রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের সভাকক্ষে ‘এসো উদ্যোক্তা হই’ শিরোনামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কর্মসূচীর ওপর আলোকপাত করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিন।
এছাড়াও এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান ও রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী খোরশেদ আলম প্রমূখ বক্তব্য দেন।
এসএমই ফাউন্ডেশনের সফল উদ্যক্তা হিসেবে জাতীয় এসএমই পুরষ্কারপ্রাপ্ত এসএন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী নিলুফার ইয়াসমিন নীলা, রেইনড্রপ টেক লিমিটেদ এবং ফাউন্ডার দেশজ ক্রাফটস এর ব্যবস্থাপনা পরিচালক নিশাত মাসফিকা, তাহুর’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হানিয়ম মারিয়া চৌধুরী, ওয়েভ ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা লিপি প্রমূখ বক্তব্য দেন।
সভায় সমাপনী বক্তব্য দেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধাক্ষ্য প্রকৌশলী মুক্তার হোসেন।