শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যারা নিযার্তনের শিকার তারা নেতৃত্বে দেবে: এসএম জিলানী

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেন, দল করতে যেয়ে যারা পতিত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন; রাতে লেবারদের সাথে মাঠে এবং ধানের ক্ষেতে শুয়ে থেকেছেন এবং যারা মামলা, হামলা ও অমানষিক নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে নেতৃত্ব প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলছে। কিন্তু ওই লোকগুলোকে ৫ আগস্টের পূর্বে আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। ওই সকল নেতাকর্মীদের বাহির করে দেয়া হবেনা। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। এজন্য আন্দোলন সংগ্রামে যারা নিজেকে উৎসর্গ করতে পারবে তারা সম্মানের অধিকারী হবেনে। যারা পতিত স্বৈরাচার সরকারের আমলে নিজের শরীরের ঘাম ঝড়িয়েছেন। তার ঘাম কখনো বৃথা যাবেননা। রাজনীতি করতে হলে বড় ভাই, গুরু এগুলোর লেজুরবৃত্তি করলে চলবেনা। নিজেকে তৈরি করতে হবে। কেউ কাউকে জায়গা করে দেয়না, নিজেকে জায়গা করে নিতে হয় বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আহ্বায়ক মীর তারেকের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দীপু ও সদস্য আমান উল্লাহ আমান।

এছাড়াও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সেচ্ছাসেবক দল রাজশাহী জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেফিন কনক, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.