প্রিয় রাজশাহী ডেস্ক: অবিশ্বাস্য এক ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরেছে ফরচুন বরিশাল। ১৯৭ রান করে, শেষ ওভারে ২৫ রানের পুঁজি নিয়েও বরিশাল হেরেছে ম্যাচটা। এরপর বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মেজাজ হারিয়ে বসেছিলেন। তবে তিনি কেন রেগেছেন তা জানা যায়নি। বরিশালের ব্যাটিং কোচ নাফিস ইকবাল অবশ্য বিষয়টিকে স্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাচ শেষে তামিমকে রংপুরের ড্রেসিংরুমে থাকা কারও সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়। এ সময় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে শান্ত করতে ছুটে যান। পরে বরিশালের একজন টিম ডিরেক্টর তামিমকে টেনে সরিয়ে নেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে নাফিস ইকবাল বলেন, ‘ম্যাচ হারলে ইমোশন থাকে, এটা কোনো গুরুতর বিষয় নয়।’
উত্তপ্ত সেই পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রংপুর অধিনায়ক নুরুল হাসান বলেন, ‘আমি কাছ থেকে ঘটনাটি দেখিনি। পরে গিয়ে বুঝতে পারব, তবে কিছু একটা হয়েছে।’
শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল ২৬ রান। সেই অবস্থায় কাইল মায়ার্সের করা ওভারে অধিনায়ক সোহান ৩০ রান তোলেন, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। তার এই অবিশ্বাস্য ব্যাটিংয়ে রংপুর দল জয়ের আনন্দে মাতোয়ারা হয়। একইসঙ্গে চলতি বিপিএলে অপরাজিত থাকার রেকর্ডও তারা ধরে রেখেছে।
এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফরচুন বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৯৭ রান। দলের পক্ষে কাইল মায়ার্স ২৯ বলে অপরাজিত ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জবাবে রংপুর ৭ উইকেট হারিয়েও ইনিংসের শেষ বলে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৭ বলে ৩২ রানের ইনিংস খেলে রংপুরকে জয়টা এনে দেন সোহান।