নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর রাজপাড়া থানার ০৬ নাম্বার ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে নগরীর প্যারামেডিকেল সংলগ্ন টিবি পুকুরপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজপাড়া থানা বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা।
সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হোদা।
সভায় রাজপাড়া থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান প্রধান অতিথি ও প্রধান বক্তারা।