মঙ্গলবার | ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সমন্বয়ক নওসাজ্জামান রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক

 

রাবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নওসাজ্জামান। রাবির সাতটি হলে কোরআন পোড়ানোর ঘটনায় রোববার (১২ জানুয়ারি) শাখা ছাত্রশিবিরের একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যায় নওসাজ শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক।

এ নিয়ে আবারও আলোচনার সৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নওসাজ্জামানকে ট্যাগ করে রিয়াদ হোসেন নামে একজন লিখেছেন, ‘তুই কি মানুষ না অন্যকিছু বন্ধু? এতোদিন তোর সাথে মিশেছি, অথচ কখনো তোর চালচলন দেখে মনেই হয়নি যে, তুই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর একজন সদস্য।’

সাইফুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘প্রথম থেকে আপনাকে দেখে শিবির শিবির মনে হতো। এখন দেখি আমার মনে যা বলে, তাই ঠিক।’
খোঁজ নিয়ে জানা যায়, মো. নওসাজ্জামান রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটিতে তিনি প্রচার ও মিডিয়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে আল-কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে বিবৃতি দিয়েছেন রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাবি শাখা ইসলামি ছাত্রশিবির ও ছাত্র ফেডারেশন। এছাড়া রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.