রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সেন্ট্রাল মসজিদসহ সাতটি আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে গণ কোরআন তিলাওয়াত কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান। এসময় এক শিক্ষার্থী বলেন, ‘কোরআন পোড়ানোর ঘটনায় আমরা মর্মাহত। কারা এই ঘৃণ্য কাজ করেছে, তা জানা যায়নি। তবে আমরা শান্তিপূর্ণভাবে কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতেও কোরআনের সম্মান রক্ষায় সোচ্চার থাকবো।’
দাওয়া কমিউনিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শোয়েবুল হাসান বলেন, ‘এই ঘটনা মুসলমানদের উসকে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। তিনি বলেন, ‘এই ধরনের অপকর্ম আমাদের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চক্রান্ত নস্যাৎ করেছে। এ ধরনের কর্মসূচি ক্যাম্পাসে ইতিবাচক বার্তা দেয়।’ কর্মসূচিতে প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শনিবার (১২ জানুয়ারি) রাতের আঁধারে রাবির সাতটি আবাসিক হলে ও সেন্ট্রাল মসজিদে মহাগ্রন্থ আল- কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।