নিজস্ব প্রতিবেদকঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ‘ভূগর্ভস্থ সেচ নালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকার সম্প্রসারণ’ প্রকল্পের ১৯ কোটি টাকার কাজ বিধিবর্হিভূতভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও ছিলেন দুদকের উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং মাহবুবুর রহমান।
দুপুরে অভিযান শেষে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে।