শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএলে পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বর্জন

স্পোর্টস ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিতর্ক আর অসংলগ্নতার ছড়াছড়ি। বিতর্ক যেন বিপিএলের আরেক নাম। বিশেষ করে পারিশ্রমিক নিয়ে প্রতি আসরে কোন না কোন ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে!

দায়িত্ব গ্রহণের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ আর দেখা যাবে না। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। চট্টগ্রাম পর্ব শুরুর আগে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।

গতকাল (মঙ্গলবার) রাত সোয়া ১১টায় দুর্বার রাজশাহী তরফ থেকে জানানো হয়েছিল, আজ বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের ঠিক ১০-১২ মিনিট আগে দলের পক্ষ থেকে জানানো হয়, দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আজ তারা বিশ্রামে থেকেই দিনটা পার করবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.