নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী সংবাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাসুদ সরকার (৫৭) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
আজ বুধবার (১৫ জানুয়ারী) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক সামাদ খান।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ১০ টার দিকে গনকপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা, স্ত্রী রেখে যান।
মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বাদ এশা সাহেব বাজার বড় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে কাদিরগঞ্জ গোরস্থানে দাফন করা হবে।