নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরের নগরীর হাইটেক পার্ক সংলগ্ন এলাকায় বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা ও মহানগর আয়োজনে -তারেক রহমানের পক্ষ থেকে শীতের বস্তু বিতরণ করা হয়।
মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান সাজিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক রাজশাহী জেলা যুবদলের ফয়সাল সরকার ডিকো, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য রবিন হোসেন, সদস্য আহব্বায়ক কমিটি রাজশাহী মহানগর যুবদল ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেলম,আরো উপস্থিত ছিলেন যুবনেতা রাজিব, আসাদুল ,শফি ,আক্তারুল ,সাদ্দাম, শামীম মনি ,রিজার ,হোসেন রাব্বি সহ আরো অনেকে। ৫০০ হতদরিদ্র মাঝে শীতবস্তু বিতরণ করা হয়।
প্রধান অতিথি রফিকুল ইসলাম রবি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।