শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ দফা দাবিতে রেস্তোরাঁ ব্যবসায়ীদের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক: নগরীতে ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন থেকে ভ্যাটের হার ৩ শতাংশ করা, স্টীটফুডসহ সকল প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আনা, সম্পূরক শুল্ক এস.ডি নামক অতিরিক্ত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা, দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা, ভ্যাট আদায়ের নামে মামলা ও প্রিভেন্টিভ ভীতি প্রদান হতে বিরত থাকা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু করা, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যে কোন সিদ্ধান্ত আরোপের পূর্বে রেস্তোরাঁ মালিক সমিতির সাথে আলাপ করা, রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনার আওতায় আনা এবং স্বল্প সুদে সহজশর্তে ঋণ প্রদানের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ ব্যবসা দুই বছরেরও বেশি সময় ধরে কঠিন সংকটে রয়েছে। মানুষজন হোটেল-রেস্টুরেন্টে খাওয়া কমিয়ে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে করের আওতা না বাড়িয়ে এবং কর ফাঁকি প্রতিরোধের ব্যবস্থা না নিয়ে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তটি হঠকারী সিদ্ধান্ত। রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখতে তারা ৮ দফা দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি রিয়াজ আহমেদ খাঁন। বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, সহসভাপতি হাসিনুর রহমান টিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সহসাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লিয়াকত আলী খান প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.