নিজস্ব প্রতিবেদক: টিকিট বিক্রি না হওয়ায় পশ্চিমাঞ্চল রেলওয়েতে চলাচল করা দ্রুতযান ও মধুমতি এক্সপ্রেস ট্রেনের দুই স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে কর্তৃপক্ষ। আগামী ১৯ জানুয়ারি থেকে দ্রুতযান এক্সপ্রেস কিসমত স্টেশন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন পুখুরিয়া স্টেশনে যাত্রাবিরতি করবে না।
জানা গেছে- দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-পঞ্চগড় রুটে চলাচল করে। আর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করে।
রেলওয়ের একটি সূত্র জানায়- পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্যমতে আগামী ১৯ জানুয়ারি হতে পরবর্তী দিনসমূহে দ্রুতযান এক্সপ্রেস কিসমত স্টেশন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন পুখুরিয়া স্টেশনের কোনো টিকিট বিক্রি হয়নি। তাই যাত্রী চাহিদা না থাকায় এই দুই স্টেশনে ট্রেনগুলো থামবে না। তবে এই সিদ্ধান্ত আপাতত সাময়িক সময়ের জন্য।
এ বিষয়ে পশ্চিম রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুদ বলেন, দ্রুতযান ও মধুমতি ট্রেনের দুটি স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এ বিষয়ে ওয়েবসাইটে সার্কুলারও দেওয়া আছে।