নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রয়্যাল’স ক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর পাঠানপাড়ায় অবস্থিত নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, রয়্যালস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার হাসান কবির।
সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি শফিকুল আলম বুলু ও পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।