শনিবার | ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে সেরা চারে রাজশাহী

 

প্রিয় রাজশাহী ডেস্ক: এবারের বিপিএলে দুই দলের প্রথম দেখা। প্রথম দেখাতে দুর্বার রাজশাহীর কাছে বড় হার সিলেট স্ট্রাইকার্সের। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হেরেছিল রাজশাহী।

তবে সিলেটকে ৬৫ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এনামুল হক বিজয়ের দল। সাত ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। সমান ম্যাচে পাঁচ নম্বর হারে সিলেট নেমে গেছে ছয়ে।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করে লড়াইটাও করতে পারেনি সিলেট। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে তারা। ১৭.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয় আরিফুল হকের দল।

বরাবরের মতো দুই ওপেনারের ব্যর্থতার পর মিডল অর্ডারে লড়েছেন জাকির হাসান, জর্জ মুনসে আর এরপর জাকের আলী। জাকির ২৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আর মুনসে ২২ বলে করেন ২০। শেষদিকে জাকের আলী ২০ বলে ৩ ছক্কায় খেলেন ৩১ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধানই যা একটু কমিয়েছেন।

সানজামুল ইসলাম ২৫ রানে নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী আর আফতাব আলমের। এর আগে দুর্বার রাজশাহী স্কোরবোর্ডে তোলে ৭ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় রাজশাহী। ১৪ বলে ১৯ রান করে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। আরেক ওপেনার জিশান আলম করেন ১৮ বলে ২০ রান।

তিনে নেমে অধিনায়ক এনামুল হক বিজয় খেলেন ২২ বলে ৩২ রানের ইনিংস। ২৭ বলে রাজশাহীর ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন বার্ল। গতিশীল ইনিংস গিয়ে বেশিদূর এগোতে পারেননি ইয়াসির আলী। ১০ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান ডানহাতি ব্যাটার। ১৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন আকবর আলী। তার সঙ্গে ৬ বলে ১২ রানে উইকেটে থাকেন মৃত্যুঞ্জয় চৌধুরী। সিলেটের হয়ে ৩ উইকেট শিকার করেন রুয়েল মিয়া।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.