প্রিয় রাজশাহী ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজী মারা গেছেন। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।
তিনি বলেন, আজ রোববার বিকেল সাড়ে ৫টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। গতকাল শনিবার তাকে গুরুতর আহত অবস্থায় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তার শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালিও পুড়েছে, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত ৮টায় তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এর আগে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ ব্লকের বাসায় বাথরুমে ধূমপান করতে গিয়ে দগ্ধ হন বাবুল কাজী।
আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। তার বয়স ৫৯ বছর। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী; তারা সবাই বাংলাদেশের নাগরিক।