রবিবার | ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটে-বলে সাফল্য নেই, শুধু ক্যাচ নিয়েই ম্যাচসেরা

স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে বিরল এক কীর্তি গড়েছেন লুক উড। আবুধাবী নাইট রাইডার্সের বিপক্ষে আজম খানের সুপার সাব হিসেবে মাঠে নামেন এই পেসার। বোলিংয়ে কোনো উইকেট না পেলেও ম্যাচসেরা হয়েছেন তিনি।

ব্যাটিংয়ের তো সুযোগই ছিল না উডের। একজন বিশেষজ্ঞ পেসার হিসেবে বল হাতেও দিনটা ভালো যায়নি তার। তবে ইংলিশ এই ক্রিকেটার ফিল্ডিংয়ে অবদান রেখেই হয়েছেন দলের সেরা খেলোয়াড়।

শুরুতে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে ডেজার্ট। যেখানে ৯ বলে ২১ রান করেন আজম খান। পাকিস্তানি এই ব্যাটারকে ফিল্ডিংয়ে আর নামানো হয়নি। তার সুপার সাব হিসেবে বোলিংয়ে নামেন উড। ম্যাচে ২ ওভার বোলিং করেছেন উড। কিন্তু উইকেটের দেখা পাননি তিনি। খরচ করেছেন ২১ রান।

তবে ফিল্ডিংয়ে বেশ কিছু দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি। মোট নিয়েছেন ৩টি ক্যাচ, সঙ্গে আরও একটি নিতে সহায়তা করেছেন। যা ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

শুরুটা কাইল মেয়ার্সের ক্যাচ দিয়ে। বাউন্ডারির বাইরে হাত দিয়ে ক্যাচ ধরে শূন্যে থাকতেই বল ওপরের দিকে ছুড়ে মারেন তিনি। এরপর মাঠের বাইরে গিয়ে শরীরের ভারসাম্য ঠিক করে ভেতরে এসে নিজেই ক্যাচ নেন। এরপর চারিথ আসালাঙ্কা ও সুনীল নারিনের ক্যাচও নেন উড। আর আন্দ্রে রাসেলের ক্যাচ নিতে সাহায্য করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.