শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধবিরতির পর ইউক্রেইন নির্বাচন করুক: ট্রাম্পের দূত

প্রিয় রাজশাহী ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেইন বিষয়ক শীর্ষ দূত জানিয়েছেন, আসছে মাসগুলোতে কিইভ যদি রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে তবে ইউক্রেইন সম্ভব হলে চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করবে, এমনটি চায় যুক্তরাষ্ট্র।

ইউক্রেইন ও রাশিয়ার জন্য নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত কিথ কিলোগ রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে স্থগিত থাকা ইউক্রেইনের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ‘করা দরকার’।

কিলোগ বলেন, “অধিকাংশ গণতান্ত্রিক দেশই তাদের যুদ্ধের সময়েই নির্বাচন করে। আমি মনে করি, তাদেরও এমন করা গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এটি গণতন্ত্রের জন্য ভালো। এটি একটি বলিষ্ঠ গণতন্ত্রের সৌন্দর্য।”

রয়টার্স জানায়, ট্রাম্প ও কিলোগ উভয়েই বলেছেন, নতুন মার্কিন প্রশাসনের প্রথম কয়েক মাসের মধ্যেই ইউক্রেইন যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির মধ্যস্থতা করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত শেষ করতে তারা কী কৌশল নিচ্ছেন, সে বিষয়ে তেমন বিস্তারিত কিছু জানাননি তারা, এ ধরনের একটি পরিকল্পনা কখন সামনে আনবেন তাও স্পষ্ট করে জানাননি।

ট্রাম্প প্রশাসনের আলোচনার বিষয়ে জ্ঞাত ওই দুই ব্যক্তি জানান, আরও স্থায়ী একটি চুক্তির মধ্যস্থতার চেষ্টার আগে প্রাথমিক একটি যুদ্ধবিরতির জন্য চাপ দেওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক করছেন ট্রাম্পের কর্মকর্তারা।

ওই দুইজন জানান, ইউক্রেইনে যদি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে যিনি জয়ী হবেন তিনিই মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে নেতৃত্ব দেবেন।

ট্রাম্পের এ ধরনের প্রস্তাব কিইভ কীভাবে নেবে তা পরিষ্কার হয়নি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি যুদ্ধ শেষ হয় আর রাশিয়া ফের শত্রুতা শুরু করবে না এমন জোরালো নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায় তবে চলতি বছরই ইউক্রেইন নির্বাচন করতে পারবে।

কিইভের এক জ্যেষ্ঠ উপদেষ্টা ও ইউক্রেইনীয় সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এখনও আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনকে চলতি বছরের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের অনুরোধ জানায়নি।

জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সামরিক আইন চলাকালে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন করা যায় না, ইউক্রেইন ২০২২ সালের ফেব্রুয়ারিতেই তা জারি করেছিল।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.