শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরতে পারছেন না রায়ান বার্ল, রাজশাহীকে নিয়ে নতুন অভিযোগ

প্রিয় রাজশাহী ডেস্কঃ দুর্বার রাজশাহী যেন অভিযোগ আর অনিয়মের নিত্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেই চলেছে। এতদিন ধরে খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়ে চলেছে একের পর এক নাটকীয় ঘটনা। এবারে তাতে যোগ হলো আরেক মাত্রা। গতকালই নিশ্চিত হয়েছে এবারের আসরে প্লে-অফে যাওয়া হচ্ছে না দুর্বার রাজশাহীর। স্বাভাবিকভাবেই তাদের এবার টিম হোটেল থেকে বিদায় নেয়ার পালা।

কিন্তু সেটাও যেন হচ্ছে না এবারে। দুর্বার রাজশাহীর বিদেশি ৫ ক্রিকেটার আছেন টিম হোটেলে। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বকেয়া বেতন পরিশোধ না করায় নিজ দেশেও ফেরা হচ্ছে না তাদের। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির জিম্বাবুয়ের তারকা রায়ান বার্ল। জানিয়েছেন পাঁচ ক্রিকেটারের কেউই এখন পর্যন্ত নিজ দেশে ফেরার ফ্লাইট ধরতে পারেননি।

রায়ান বার্লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের বিদায় নিশ্চিত হলেও এখন পর্যন্ত দেশে ফেরার ফ্লাইট নিশ্চিত করতে পারেননি কেউই। ঢাকা পোস্টের এই প্রতিবেদককে তিনি নিশ্চিত করেছেন, দুর্বার রাজশাহীর ৫ বিদেশি ক্রিকেটারের কেউই হোটেল ছেড়ে যাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বেতন পরিশোধ করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

যদি রাজশাহীর টিম হোটেলের নাটকীয়তা এখানেই শেষ না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলে বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশি ক্রিকেটাররাও অবস্থান করছেন। দুর্বার রাজশাহীর এক দেশি ক্রিকেটার ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা কমবেশি হোটেলেই আছি সবাই। আজ রাত পর্যন্ত সময় নিয়েছেন মালিক। রাতেই নগদ ক্যাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা। আমরা অপেক্ষা করছি।’

রায়ান বার্লের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল, ঠিক কত শতাংশ টাকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তবে এই প্রশ্নের উত্তর জানাননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.